ঢাকা, শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

মারা গেছেন বিএনপি নেতা ইয়াহিয়া 

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৯  
আপডেট :
 ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭

মারা গেছেন বিএনপি নেতা ইয়াহিয়া 
ছবি: প্রতিবেদক

বিএনপি বিশেষ সম্পাদক আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টায় ইউনাইটেড হাসপাতালে ৬০ বছর বয়সে মারা যান তিনি। ইয়াহিয়া গুলশানে বিএনপি চেয়ারপার্সনের অফিস ভবনের বাড়ির মালিক। মৃত্যুকালে স্ত্রী ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

শায়রুল কবির খান বলেন, বাসায় বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করার পর দ্রুত হাসপাতালে নিয়ে আসেন হাসপাতালে আনার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে তাৎক্ষণিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে যান।

তার মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

বাংলাদেশ জার্নাল/এএইচ/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত