ঢাকা, রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

বিজয় শুধু গৌরব দেয় না, দায়িত্বও দেয়: নজরুল ইসলাম 

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ২০:০৫

বিজয় শুধু গৌরব দেয় না, দায়িত্বও দেয়: নজরুল ইসলাম 
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিজয় শুধু গৌরব দেয় না, দায়িত্ব দেয়। একজন জনপ্রতিনিধি যখন হয়, তখন তাকে সবাই ভোট দেয় না। তবে তাকে সবার হয়ে কাজ করতে হয়। এটা দায়িত্ববোধ। এটাই বিজয়ের তাৎপর্য। সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা 'রক্তস্নাত বিজয়' প্রকাশনার মোড়ক উন্মোচন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, (আইইবি) ঢাকা কেন্দ্র। অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত বাজানো হয়, এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় এনেছি , ৯০ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে পরাজিত করে গণতন্ত্রের বিজয় এনেছি, এবার ২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আরেকবার স্বৈরাচারীকে পরাজিত করতে পেরেছি। গণতন্ত্র না দেয়ায় আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু স্বাধীনতার বিজয়ের তাৎপর্য কী অনুভব করতে পেরেছিলাম, বৈষম্য নিপীড়ন নির্যাতন হাত থেকে মুক্ত হতে পেয়েছিলাম?

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, জুলাই আগস্টের আন্দোলনেই শেখ হাসিনার পতন হয়েছে, তা নয়। এটি ১৬ বছরের আন্দোলনের মাধ্যমে হয়েছে।

তিনি বলেন, পার্শ্ববতী দেশের অবস্থা নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেনশেখ হাসিনা। কোন লাভ নেই। আগামী একশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না । তারা নৈতিকতা হারিয়ে ফেল।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। আমরা আপনাদের প্রতিপক্ষ না।

আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান তমাল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আইইবি, ঢাকা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন।

আলোচনা শেষে বাংলাদেশের প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা এবং ব্যান্ড আর্ক ও হাসান সঙ্গীত পরিবেশন করেন।

বাংলাদেশ জার্নাল/আরএইচ/এএইচ

  • সর্বশেষ
  • পঠিত