ঢাকা, বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

পিন্টুকে দেখতে গেলেন মির্জা ফখরুল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৬

পিন্টুকে দেখতে গেলেন মির্জা ফখরুল
ছবি: প্রতিবেদক

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে পিন্টুর বাসায় যান বিএনপি মহাসচিব। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পিন্টুর সহধর্মিণী বিলকিস বেগম ও বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব পিন্টুর শারীরিক খোঁজ-খবর নেন এবং মতবিনিময় করেছেন।

উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাস পাওয়ার পর প্রায় ১৭ বছর পর গত ২৪ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আবদুস সালাম পিন্টু।

বাংলাদেশ জার্নাল/কেএইচ/এএইচ

  • সর্বশেষ
  • পঠিত