ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ দিনের কর্মসূচি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫২  
আপডেট :
 ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৬

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ দিনের কর্মসূচি
ছবি: সংগৃহীত

আগামী পহেলা জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ জানুয়ারি সকালে কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, দুপুর ১২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও সারাদেশে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২ জানুয়ারি রাজধানীর গুলিস্তান আউটডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় সংসদের ৮টি টিমের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সুন্দর-দৃপ্ত প্রজন্ম গঠনই জাতীয়তাবাদী ছাত্রদলের সংকল্প- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকীতে সারাদেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের উদ্যোগে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা- যে কোন একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ১৯৭৯ সালের পহেলা জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি-এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত