ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকে করছে বিএনপি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৮

সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকে করছে বিএনপি
ছবি: প্রতিবেদক

যুগপৎ আন্দোলনে থাকা শরিক রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিএনপি।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সাড়ে চারটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক বসে দলটির লিয়াজোঁ কমিটি।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। ১২ দলীয় জোট নেতৃত্ব দিচ্ছেন জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

১২ দলীয় জোটের পর জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠকে লিয়াজোঁ কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এএইচ/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত