ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

জিয়া পরিবারই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: টুকু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:২৫

জিয়া পরিবারই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: টুকু
ছবি: সংগৃহীত

জিয়া পরিবারই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। তার দূরদর্শী নেতৃত্বের ফলে আমরা ১৬ ডিসেম্বর মহান বিজয় অর্জন করেছি। জিয়াউর রহমানের ঘোষণায় উদ্ধুদ্ধ হয়ে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি।

বুধবার (১৮ ডিসেম্বর) অষ্ট্রেলিয়া শাখা বিএনপির আয়োজনে বাংলাদেশের ৫৩তম মহান বিজয় দিবস ও সার্বভৌমত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, দেশে যতবার সংকটে পড়েছে তখনই জিয়া পরিবার দেশের নেতৃত্ব দিয়েছে। ১৯৭৫ সালে সিভিল ও মিলিটারি উভয় সেক্টরে দেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করছিল তখনো ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে শহীদ জিয়া দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৩ বারের শাসনামলে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ এবং আপোষহীন।

অষ্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলীর সঞ্চালনায় স্থানীয় লাকেম্বা লাইব্রেরী হলে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে কোরআন তেলওয়াত করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক বলেন, ১৯৯০ সালে বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বে স্বৈরাচার এরশাদকে ক্ষমতাচ্যুত করা হয়। একইভাবে ২০২৪ সালের জুলাই-আগষ্ট বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে সর্বোচ্চ ভূমিকা পালন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠন করার জন্য তিনি দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ এফ এম তাওহীদ ইসলাম বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব এবং সাহসী পদক্ষেপের বিষয়ে বাস্তবিক উদাহরণ তুলে ধরেন।

আরও বক্তব্য রাখেন অষ্ট্রেলিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক অমি ফেরদৌস, অষ্ট্রেলিয়া বিএনপির সহসভাপতি মোবারক হোসেন, ভিক্টোরিয়া বিএনপির প্রতিনিধি ড. শাহাবুদ্দীন আহমেদ, অষ্ট্রেলিয়া বিএনপির সহসভাপতি এবং ওয়েষ্টার্ন অষ্ট্রেলিয়া বিএনপির প্রতিনিধি কামাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/আরএইচ/এএইচ

  • সর্বশেষ
  • পঠিত