ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

দুই-এক দিনের মধ্যে সুখবর আসছে: জামায়াতের আমির

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ২০:৪৬

দুই-এক দিনের মধ্যে সুখবর আসছে: জামায়াতের আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

দেশবাসী আগামী দুই-এক দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছে বলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা কারও পাতা ফাঁদে পা দেব না। কারও কাছে মাথা নত করব না, আবার সীমা লঙ্ঘনও করব না। দুই-একদিনের মধ্যে সুখবর পাবেন আশা করি।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা ঐক্যবদ্ধ। সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়, সেটার জন্য আমরা সহযোগিতা করব।

জামায়াত আমির বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে, চলমান ষড়যন্ত্রও আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব। দেশি-বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে।

সংলাপের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, অপপ্রচার মোকাবিলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত