তালিকায় নাম না থাকায় প্রবেশ করতে পারেননি অলি আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ২০:১০
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশ নিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. অলি আহমদ (বীর বিক্রম) যোগ দিতে আসলেও তালিকায় নাম না থাকায় প্রবেশ করতে পারেননি।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে চারটার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপে অংশ নিতে আসেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। কিন্তু রাজনৈতিক দলগুলোর তালিকায় তার নাম না থাকায় একাত্তরের রণাঙ্গনের এই খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রবেশ করতে পারেননি।
বিষয়টি নিশ্চত করে অলি আহমদের ব্যক্তিগত সহকারী সালাউদ্দিন রাজ্জাক বলেন, সংলাপে অংশ নিতে উপদেষ্টা আদিলুর রহমান ফোন করে মঙ্গলবার (৩ ডিসেম্বর) জানিয়েছিলেন। কিন্তু গেটের নামের তালিকায় নাম না থাকায় প্রবেশ করতে পারেননি।
বাংলাদেশ জার্নাল/কেএইচ