ঢাকা, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আগামী নির্বাচন সহজ হবে না: তারেক রহমান

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩

আগামী নির্বাচন সহজ হবে না: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আগামী নির্বাচন কঠিন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সামনে যে নির্বাচন তা এত সহজ হবে না। আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এখন দুর্বল হয়ে গেছে কিন্তু ২০ বছর আগের যে কোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন কঠিন হতে যাচ্ছে। কারণ মানুষ এখন অনেক সচেতন। সেজন্য জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে। কেউ কেউ ভাবছে আমরা ক্ষমতায় চলে গেছি। আমরা ক্ষমতায় যাব কিনা জানি না। আমরা জনগণের সমর্থন পেলে তখন ক্ষমতায় যাব।

সোমবার ময়মনসিংহ নগরীর টাউনহলে ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জন সম্পৃক্তি’ বিষয়ে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দলের কেউ ভুল করে থাকলে তাদেরকে সতর্ক করতে হবে, সচেতন করতে হবে। সঠিক পথে নিয়ে আসতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে হবে। তিনি বলেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জনগণের আস্থা ধরে রাখা কঠিন। এই আস্থা ধরে রাখার দায়িত্ব দলের নেতা-কর্মীদের।

তিনি বলেন, গত কিছুদিন যাবত সমাজের অনেকে সংস্কারের কথা বলছে। যারা ৩ বা ৬ মাস আগেও সংস্কার নিয়ে কথা বলেনি। কিন্তু বিএনপি এই সংস্কারের কথা আজ থেকে দুই বছর আগে বলেছে। তখন আমরা জানতাম না কবে স্বৈরাচারের পতন হবে? কবে স্বৈরাচার পালিয়ে যাবে দেশ থেকে। আমাদের সামনে পরিষ্কার কিছু ছিলো না, তখনো আমরা বলেছি।

‘যারা সংস্কারের কথা বলছে তারা কিন্তু কমবেশি আমাদের ৩১ দফার কথায় বলছে। এর বাইরে যাবার খুব একটা জায়গা নেই।’

তিনি বলেন, ৩১ দফা শুধু বিএনপির নয়। আমাদের সমমনা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের চিন্তার ফসল এই ৩১ দফা। এই ৩১ দফার মধ্যে অনেক রাজনৈতিক দলের চিন্তার সমন্বয় ঘটেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি'র সব ক্ষমতার উৎস জনগণ। আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ, সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে। তারা ভাবছে আমরা ক্ষমতায় চলে যাচ্ছি বা ক্ষমতায় চলে গেছি। আপনাদের সকলকে দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যায়নি। ক্ষমতায় যাবো কিনা জানি না। জনগণের সমর্থন পেলে ক্ষমতায় যাবো। এখন জনগণের সমর্থন আমাদের আদায় করতে হবে। আপনাদের ওপর নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। জনগণ আপনাদেরকে চিনে বিএনপি হিসেবে। আপনাদের সকল কাজ হতে হবে এমন; যেনো জনগণের সমর্থন আপনার প্রতি থাকে। যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলকে রক্ষা করা, দলকে সামনে নিয়ে যাওয়া আমার বা স্থায়ী কমিটির সদস্যদের একার দায়িত্ব না। এ দায়িত্ব সকলের। যে কেন্দ্রে আছে সে কেন্দ্রের দায়িত্ব পালন করবে, যে জেলায়, উপজেলায়, থানায়, ইউনিয়নে আছে সে সেখানে দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি

  • সর্বশেষ
  • পঠিত