ক্ষমতায় গেলে আহতদের পূর্নবাসন করা হবে: সালাউদ্দিন আহম্মেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৬:১৬
জুলাই-আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পূনর্বাসন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদ বলেন, আমরা আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে সব আহতদের পুনর্বাসন করা হবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় আহতদের তারেক রহমানের পক্ষ থেকে ৫ লাখ টাকা সহায়তা দেন।
সালাউদ্দিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আহতদের পাশে থাকতে। তাৎক্ষণিকভাবে গতরাতে তিনি ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। সেটা পৌঁছে দিতে এসেছি এখানে।
বিএনপির পক্ষ থেকে আগেও আহতদের সাহায্য করা হয়েছে, আগামীতেও এটা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন। তিনি বলেন, তবে আহতদের যাদের দেশে সুচিকিৎসা সম্ভব নয়, তাদেরকে দ্রুত চিহ্নিত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।
সালাউদ্দিন বলেন, দেশে এখনও ফ্যাসিবাদী গোষ্ঠী কীভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। কীভাবে দেশে রাজনীতি করার কথা বলে আমরা বুঝি না।
বাংলাদেশ জার্নাল/এএইচ/এফএম