স্বার্থের রাজনীতি এখন মরণব্যাধি ক্যানসারে পরিণত হয়েছে: রহমত উল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ২১:১৫ আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ২১:২২
সুযোগ বুঝে রাজনীতিতে আসা এবং বাড়ি-গাড়ি করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা কথিত রাজনীতিবিদদের কারণে দেশপ্রেমের রাজনীতি ধ্বংস হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া।
রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এলাকায় জাগপা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বাড়ানোর নামে কতিপয় আওয়ামী লীগ ও ভারতপন্থী লোকদের বসানো হয়েছে। দেশবাসীর প্রশ্ন এতো রক্তের বিনিময়ে ৫ আগস্ট বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত করার পর আবারও আওয়ামী লীগ ও ভারতের দালালরা কিভাবে উপদেষ্টা পরিষদে স্থান পায়। কথাবার্তা পরিষ্কার রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীর বুদ্ধি বিকৃতির কারণে বাংলাদেশ নিয়ে ভারত সব সময় পুতুলের রশ্মি ধরে টেনে খেলতে চায়। সে খেলা আর খেলতে দেয়া যাবে না। এসকল অপরাজনীতিবিদরা এখন বাংলাদেশের জন্য মরণব্যাধি ক্যানসারের পরিণত হয়েছে। ভারতীয় সকল পর্যায়ের দালালদের এখনি প্রতিহত করতে হবে।
জাগপার এই নেতা বলেন, আমাদের নেতা জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি তুলেছেন, সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর উচিত একই দাবিতে সক্রিয় হওয়া। আগামীতে বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ নির্মাণে বিএনপি-জামায়াত, জাগপাসহ যুগপৎ আন্দোলনের সবাইকে নিয়ে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার পদ্ধতি এবং রোডম্যাপ তৈরি করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং আওয়ামী লীগ ও তাদের সাথে জোটবদ্ধ দলগুলোকে নিষিদ্ধ করতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন জাগপা যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান, মনির হোসেন, বাদল মির্জা, আহসান উল্লাহ, জসিম উদ্দিন, মো. দিদার, মো. ইসমাইল হোসেন, ইমরান হোসেনসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি ও জাগপা নেতৃবৃন্দ।
বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি