ঢাকা, রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

সকল ষড়যন্ত্র ও অপচেষ্টা সম্মিলিতভাবে মূলোৎপটন করবে: এহসানুল হুদা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ২১:৪১

সকল ষড়যন্ত্র ও অপচেষ্টা সম্মিলিতভাবে মূলোৎপটন করবে: এহসানুল হুদা
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। ছবি: প্রতিবেদক

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর অর্জিত বিজয়কে নস্যাতের সকল ষড়যন্ত্র ও অপচেষ্টা ছাত্র-জনতা এবং দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি সম্মিলিতভাবে মূলোৎপটন করবে

শনিবার (২ নভেম্বর) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এ মন্তব্য করেন।

হুদা বলেন, যে কোন মূল্যে জুলাই আগস্ট বিপ্লবের চেতনাকে সমুন্নত রেখে দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের বিরুদ্ধে বিজয়কে সংহত ও সমন্বিত করে দেশকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন কায়েমের ধারায় এগিয়ে নিতে হবে। শেখ হাসিনা ও আওয়ামী অপশক্তির সকল অপতৎপরতা নস্যাৎ করে দিতে জাতি প্রস্তুত।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বড় বড় নেতাদের ভবিষ্যদ্বাণী ছিল শেখ হাসিনার পতনের পরে দেশে রক্তের বন্যা বয়ে যাবে। অন্তত পাঁচ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হবে! তাদের এই ধারণার কারণ ছিল তাদের অত্যাচার নির্যাতন লুটপাট খুন গুম আয়না ঘরের অসংখ্য নজিরবিহীন ঘটনা। তারা অনুমান করেছিল তাদের পাপের প্রায়শ্চিত্ত একটি ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সৌভাগ্য বাস্তবে ৫জন নেতাকর্মীকেও হত্যা করা হয়নি। বিরোধী দল এবং অত্যাচারিত জনগণ সংযমের পরিচয় দিয়েছে।

হুদার আরও বলেন, এই মুহূর্তে জাতি আবারো সুসংহত-সুসংবদ্ধ। দেশের মানুষ আবার নিরব নিরাপত্তাবোধের উষ্ণতায় উজ্জীবিত। বিজয়ী শক্তিকে বিভাজিত করার অপচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। বিএনপির এবং জামাত উভয় পক্ষই অনুধাবন করতে পেরেছে তারা আওয়ামী অপশক্তি এবং ভারত প্রশ্নে উভয় দলই একই দৃষ্টিভঙ্গি লালন করে। ১৯৯১ সালে বিএনপি জামাতের ঐক্য আওয়ামী অপশক্তিকে পরাজিত করেছে। ১৯৯৬ সালে বিএনপি জামাতের বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। ২০২৪ সালে একই ভুল করতে গিয়েও শেষ পর্যন্ত সম্বিৎ ফিরে এসেছে।

জিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকনের সঞ্চালনায় ও দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম কাজলের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ মশিউর রহমান রাসেল, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, পিরিজপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি ফারুক সিদ্দিকী, পিরিজপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার মুজিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এএইচ/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত