জয়ই আসল মাস্টারমাইন্ড, এটা শুনলেও অবাক হব না: সোহেল তাজ
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১৮:৫৪ আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৯:০৩
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দু'মাসের বেশি কেটে গেলেও এই অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ কে, তা নিয়ে এখনও তুমুল আলোচনা চলছে।
এই মাস্টারমাইন্ড ইস্যুতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলেকে জড়িয়ে তার দেয়া এই স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।
তিনি লিখেছেন, আজকে পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে ছাত্র-জনতার অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান। আবার জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনও দলের নয়।
সজীব ওয়াজেদ জয়কে নিশানা করে তাজ লিখেছেন, “আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন এই গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে মাহফুজ ... আশ্চর্য হবার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায় যে আসল ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে সজীব ওয়াজেদ জয়- আমাদের সবার নিশ্চয়ই মনে আছে বেচারা প্রিন্স চার্লস এর কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হবার জন্য।”
বাংলাদেশ জার্নাল/এমপি