প্রশিক্ষণ বিষয়ক কমিটি গঠন করলো বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ২১:০২
প্রশিক্ষণ বিষয়ক কমিটি গঠন করেছে বিএনপি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আহ্বায়ক ও বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
অন্য সদস্যরা হলেন- রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, রাশিদা বেগম হীরা, অধ্যাপক মোর্শেদ হাসান খান, এ্যাড. নেওয়াজ হালিমা আরলী, আনিসুর রহমান তালুকদার খোকন, মো আবদুস সাত্তার পাটোয়ারী।
বাংলাদেশ জার্নাল/কেএইচ