ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

ফেসবুকে অপ্রচারের বিরুদ্ধে জিডি করলেন ছাত্রদল সভাপতি রাকিব

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪১  
আপডেট :
 ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৬

ফেসবুকে অপ্রচারের বিরুদ্ধে জিডি করলেন ছাত্রদল সভাপতি রাকিব
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। (পুরনো ছবি)

ফেসবুক গ্রুপে অসত্য ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ এনে শাহবাগ থানায় সাইবার আইনে জিডি (সাধারণ ডায়েরি) করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজে উপস্থিত হয়ে এ জিডি করেন তিনি।

জিডির সূত্রে জানা গেছে, ফেসবুক গ্রুপ 'আমি মানুষ আওয়ামী লীগ না' এবং 'অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়' থেকে মডারেটরদের মাধ্যমে রাকিবের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর পোস্ট করা হয়েছে।

ছাত্রদল সভাপতি রাকিব বলেন, ব্যক্তিগতভাবেই আমাকে আক্রমণ করা হয়েছে, আমার বিরুদ্ধে অপ্রচার করা হয়েছে। সম্মানের মানহানি করা লক্ষ্যেই এ ধরনের অপ্রচার ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আইন প্রক্রিয়ায় মাধ্যমে এ অপপ্রচারে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন ছাত্রদলের সভাপতি রাকিব।

শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক জানান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে দুইটা ফেসবুক পেজ থেকে আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশের সাইবার ইউনিটির মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয় হবে।

বাংলাদেশ জার্নাল/এএইচ/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত