স্বেচ্ছাসেবক দলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৮
স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা ও কেন্দ্রীয় নেতাকে হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ওই কর্মসূচির মধ্যে আগামীকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া শনিবার (২১ সেপ্টেম্বর) মহানগর দক্ষিণের আওতাধীন সকল থানা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এর আগে গোপালগঞ্জের নিজ গ্রামে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর উপর হামলা হয়। স্থানীয় আওয়ামী লীগ এ হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন এস এম জিলানী এবং তার সহধর্মিনী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নাসহ অনেকে। হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদারকে নির্মমভাবে হত্যা করা হয়।
বাংলাদেশ জার্নাল/এএইচ/কেএইচ