কৃষকদলের ২ নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৮
জাতীয়তাবাদী কৃষকদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন- কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) সৈয়দ সাইফুদ্দিন আহমেদ ও সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মো. বদিউল আলম বদরুল।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কৃষকদলের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন আজ (বৃহস্পতিবার) এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বাংলাদেশ জার্নাল/এএইচ/কেএইচ