চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিককে শোকজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০
বিশিষ্ট ব্যবসায়ী এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করেছে দলটি।
রোববার (৮ সেপ্টেম্বর) বিএনপির দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।
এদিকে জেলা সভাপতি মানিক শোকজের বিষয়টি স্বীকার করে বলেন, আমাকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের বিষয়টি জানানো হয়েছে। আমি আজ-কালের মধ্যেই উত্তর দিবো।
মানিক বলেন, সাংবাদিক জুলকারনাইনের অনুরোধে দুপক্ষের কিছু ঝামেলা আমি মীমাংসা করতে গিয়ে এই বিব্রত অবস্থায় পড়েছি। আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আশা করছি দল আমার জবাবে সন্তুষ্ট হবে।
বাংলাদেশ জার্নাল/আরএইচ/এএইচ