ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

তারুণ্যের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে হবে বিএনপির রাজনীতি: খসরু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩০

তারুণ্যের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে হবে বিএনপির রাজনীতি: খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতি দেশের মানুষের আশা ও তারুণ্যের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে পরিচালিত হবে। তিনি বলেন, নতুন বাংলাদেশ পরিচালনা করবেন তারেক রহমান।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, শেখ হাসিনার পলায়নের পর দেশ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। বিএনপির রাজনীতি মানুষের ভবিষ্যতের জন্য হবে।

তিনি আরও বলেন, অতীতে বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এ জিলানীর সভাপতিত্বে সভায় বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা ও দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত