ঢাকা, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ইইউ'র রাষ্ট্রদূতের সঙ্গে যেসব কথা হলো বিএনপির

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১৩:৫৪

ইইউ'র রাষ্ট্রদূতের সঙ্গে যেসব কথা হলো বিএনপির
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়ের সাথে বৈঠক করেছে বিএনপি।

সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী ও আন্তর্জাতিকবিষয়ক কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিকবিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে- দু’টি মিলিয়ে আলোচনা হয়েছে। আমাদের দেশটি গর্তের ভেতর থেকে তুলে আনতে কোন কোন বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন সমর্থন দিলে ভালো হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। দেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে। গুড গভর্নেস ব্যাপারে দেশের প্রত্যেকটি সেক্টর ধ্বংস হয়ে গেছে, এগুলোর প্রতিকার কী এবং কিভাবে এগুলোর সঠিক জায়গায় আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নে কিভাবে আমাদের দেশের রফতানি অব্যাহত রাখতে পারি, সেক্ষেত্রে তাদের কী করণীয় এবং বাংলাদেশের আর্থিকখাতের বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে। যাতে আমরা অর্থনৈতিকভাবে সঠিক জায়গায় দাঁড়াতে পারি। যেগুলো টাকা দেশের বাইরে পাচার হয়েছে সেগুলো ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/আরএইচ/এএইচ

  • সর্বশেষ
  • পঠিত