ঢাকা, শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

আজ থেকে দুইদিনের গণসংযোগ বিএনপির

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১  
আপডেট :
 ৩১ ডিসেম্বর ২০২৩, ১১:০৫

আজ থেকে দুইদিনের গণসংযোগ বিএনপির
থার্টিফার্স্ট ও নববর্ষে শুধু গণসংযোগ করবে বিএনপি। ছবি : ফাইল

বছরের শেষ দিনে ও নতুন বছরের শুরুর দিনে গণসংযোগ করবে নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি।

রোববার (৩১ ডিসেম্বর) ও সোমবার (১ জানুয়ারি) বিএনপি গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রাখবে বলে শনিবার (৩০ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা দিয়েছিলেন।

তিনি বলেন, বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দিন সাধারণত উৎসবমুখর থাকে। তবে বাংলাদেশের যেহেতু পরিস্থিতি ভিন্ন রকম। এখানে মানুষের মনে আনন্দ নেই। দেশ আতঙ্কের মধ্যে। তারপরেও বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষের কথা ভেবে ৩১ ডিসেম্বর রোববার এবং ২০২৪ সালের ১ জানুয়ারি সোমবার-এই দুই দিন আবারো গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমস্ত সমমনা জোট ও দলগুলো।

এর আগে গত ২৬ ডিসেম্বর থেকে সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে বিএনপি। শনিবার ছিলো কর্মসূচির শেষ দিন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে চার দফায় পাঁচ দিন হরতাল এবং ১২ দফায় ২৩ দিন অবরোধ করেছে বিএনপি। এর মধ্যে ভোট বর্জনে অসহযোগের ডাক দিয়ে তৃতীয় দফায় গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি দিলো দলটি।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত