ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

শেষ দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলছে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১২:২২  
আপডেট :
 ২১ নভেম্বর ২০২৩, ১২:৩৩

শেষ দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলছে
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চলছে মনোনয়ন সংগ্রহের কার্যক্রম । ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে টানা চতুর্থ ও শেষ দিনের মতো চলছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার কার্যক্রম।

মঙ্গলবার সকাল ১০টার পর থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চলছে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন সংগ্রহের কার্যক্রম। প্রতিদিনের মতো আজও উৎসব আমেজ গুলিস্তান ও আশপাশের এলাকায়। ঢাক-ঢোল পিটিয়ে মিছিল নিয়ে নেতাকর্মীরা এসে মনোনয়ন ফরম নিচ্ছেন বা জমা দিচ্ছেন।

গত শনিবার (১৮ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ।

আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের বিভাগ এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের বিভাগের জন্য তৃতীয় তলায় বুথ করা হয়েছে। আর নিচ তলায় সকল বিভাগের মনোনয়ন ফরম জমা নেয়া হচ্ছে। সকাল ৯টা থেকে মনোনয়ন প্রত্যাশীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হতে শুরু করেন। বিকাল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

গত ১৮ নভেম্বর শুরু হয় এ কার্যক্রম। প্রথম দিনে সরাসরি ও অনলাইনে মিলে ১০৬৪টি মনোনয়নপত্র বিক্রি করেছে। দ্বিতীয় দিনে ১২১২টি এবং তৃতীয় দিনে ৭৩৩টি, মনোনয়ন ফরম বিক্রি হয়।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত