দুদিনের অবরোধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৫:৫২ আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৬:১০
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) আগামী ২২ ও ২৩ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য এলডিপি নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে এই অবরোধ কর্মসূচি পালন করার জন্য তিনি আহ্বান জানান।
কর্নেল অলি বলেন, মেহেরবানি করে আপনারা অবরোধ পালন করুন। কিছু দিনের জন্য গাড়ি বের করবেন না। রাস্তায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করুন। আমাদের কর্মসূচিতে যোগদান করুন। ইনশাআল্লাহ বিজয় আসবে।
এদিকে বিএনপি ও শরিকদের সূত্রে জানা গেছে, সারাদেশে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আসছে। হরতালের পর মঙ্গলবার বিরতি দিয়ে ষষ্ঠ দফায় বুধবার থেকে এ অবরোধ শুরু হবে। এদিন সকাল ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি। এরই মধ্যে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নতুন কর্মসূচির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এসএপি