সরকারের পদত্যাগ ছাড়া জনগণ রাজপথ ছাড়বে না: মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ২০:৪০
সরকারের পদত্যাগ ছাড়া জনগণ রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান।
রোববার ময়মনসিংহের বগার বাজারে রোডমার্চে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, আজকে আমরা রাজপথে নেমেছি। আপনারা এই প্রত্যয় নিন… যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। পাশাপাশি যতক্ষণ পদত্যাগ পত্র জমা না দেবে ততক্ষণ আমরা রাজপথ ছেড়ে যাবো না।
‘বিগত এক বছর যাবত আপনারা দেখেছেন যে, আমরা কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করে রাজপথে সমাবেশ করেছি, মিছিল করেছি, মিটিং করেছি এবং এই সরকারের প্রতি বাংলাদেশের মানুষ অনাস্থা দিয়েছে। কাজেই এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। যত শিগগির তারা ক্ষমতা থেকে বিদায় নেবে তত দেশের মঙ্গল হবে।’
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়ার মুক্তির এক দফার দাবিতে এই রোড মার্চ হয়। রোববার সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহের ত্রিশালের বগার বাজারে এই রোড মার্চ শুরু হয়। এটি ১১৪ কিলোমিটার পথ অতিক্রম করে কিশোরগঞ্জ গিয়ে শেষ হবে।
আরও পড়ুন: সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: কাদের
বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি