ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বিএনপির হাতে দেশ নিরাপদ নয়: ওবায়দুল কাদের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৬

বিএনপির হাতে দেশ নিরাপদ নয়: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । ছবি: সংগৃহীত

বিএনপি সন্ত্রাসী দল, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত মহাসমাবেশে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সুযোগ পেলেই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। তাদের হাতে ভোট, গণতন্ত্র এবং স্বাধীনতা নিরাপদ নয়।

বিএনপি নেতাদের রাজপথ দখলের হুঁশিয়ারি প্রসঙ্গে কাদের বলেন, এই নগরীর রাজপথ বিএনপির দখল করার কোনো অধিকার নেই, তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে। এবার আগুন দিতে এলে তাদের হাত আমরা গুঁড়িয়ে দেব। বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে, সেই দিন আর বেশি দূরে নয়, বিএনপির রাজনীতি গোরস্থানে চলে যাবে।

বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশে এখন ঘরে ঘরে বিদ্যুৎ, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু। শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন, কিন্তু বিএনপি ক্ষমতায় এলে এই আলো নিভে যাবে।

বাংলাদেশ জার্নাল/সামি

  • সর্বশেষ
  • পঠিত