সরকার বিদায়ের ভয়ে কাপছে: মান্না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১৮:৫৭ আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৯:১৩
সরকার মনে করছে এই বুঝি ক্ষমতা গেল এই বুঝি ক্ষমতা গেল। এরা সব সময়ই ভয় ভীতির মধ্যে আছে। সরকার বিদায়ের ভয়ে কাপছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট আয়োজিত ‘গণতন্ত্র নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক’ আলোচনা সভায় একথা বলেন তিনি।
মান্না বলেন, এই সরকার খুবই দুর্বল সরকার। দেশের মানুষ বলে সরকার কবে যাবে। আমরা এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সম্মিলিতভাবে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করবো। বিজয় আমরা হবেই বিজয় অনেক দূরে নয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, কোনো সরকার যদি কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, অনমনীয় হয়। জনগণ যদি শান্তিতে থাকতে না পারে তাহলে সেই সরকারের পতন অনিবার্য। যেমন এখন যেকোনো মুহূর্তে এ সরকারের পতন হতে পারে। মানুষ হাজারে হাজারে নয়, লাখে লাখে নয়, কোটিতে কোটিতে রাস্তায় নেমে আসতে পারে। সরকার বুঝতে পারছে না। স্বৈরাচারী এরশাদ ও বুঝতে পারে নাই। ৬৯ এর স্বৈরাচারী আইয়ুব খান ও বুঝতে পারে নাই। সরকার বুঝতে পারলে মানুষের কাছে গণতন্ত্রের কাছে মাথা নত করত।
আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, সহকারি সমন্বয়কারী এডভোকেট মাইনুদ্দিন মজুমদার, সাবেক ছাত্রনেতা ও রাষ্ট্রচিন্ত্যক এম নাজমুল হাসান, জাতীয়তাবাদি গণতান্ত্রীক দলের সভাপতি আমির হোসেন বাদশা প্রমুখ।
আরো পড়ুন: জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: মান্না
বাংলাদেশ জার্নাল/এএইচ/আরকে