পেশাজীবীদের সঙ্গে বৈঠকে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ১৬:৫৬
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৭:১২
দলের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে বিএনপি।
শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ও পেশাজীবী অ্যাডভোকেট আহমদ আযম খান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট মাহমুদ হাসান, ডা. সিরাজুল ইসলাম, ব্যারিস্টার পারভীন কাউসার মুন্নিসহ ৫০ থেকে ৬০ জন পেশাজীবী নেতৃবৃন্দরা উপস্থিত আছেন।
কেএস/আর