ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

আপত্তিকর ভিডিও, সেই আওয়ামী লীগ নেতার নামে মামলা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৯  
আপডেট :
 ১১ সেপ্টেম্বর ২০২১, ২০:২১

আপত্তিকর ভিডিও, সেই আওয়ামী লীগ নেতার নামে মামলা
ফাইল ছবি

নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায় রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে মামলা করেছে ওই ভুক্তভোগী নারী।

শনিবার সন্ধ্যায় সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মুরাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আপত্তিকর ভিডিওটি ভাইরাল হওয়ার পরে ভুক্তভোগী নারী থানায় এসে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, চিত্ত রঞ্জন দাস এক তরুণীকে নিজের দিকে ডাকছেন। ওই তরুণীকে কাছে টেনে বারবার তাকে জড়িয়ে ধরেছেন। যদিও চিত্ত রঞ্জনের দাবি, ভাইরাল হওয়া ভিডিওটি একটি নাটকের সংলাপ।

আরও পড়ুন- তরুণীর সঙ্গে আওয়ামী লীগ নেতার আপত্তিকর ভিডিও ফাঁস

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত