রাসেলের বিশ্ব রেকর্ডে ফখরুলের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১৪:২২
দড়ি লাফে জোড়া বিশ্ব রেকর্ড গড়ায় রাসেল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানান ফখরুল।
ঠাকুরগাঁও সদর উপজেলা রহিমানপুর ইউনিয় সিরাজপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে শিবগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী রাসেল ইসলাম ৩০ সেকেন্ডে এক পায়ে ১৪৫ বার দড়ি লাফানোর বিশ্ব রেকর্ড গড়েন। এর আগে বিশ্ব রেকর্ডটি ছিল ৩০ সেকেন্ডে ১৪৪ বার।
বার্তায় মির্জা ফখরুল বেলন, রাসেল পূর্বের বিশ্ব রেকর্ড ভেঙ্গে যে অর্জনের মধ্য দিয়ে এলাকার ও দেশের সুনাম বয়ে এনেছেন তাতে আমি গর্ববোধ করে তার সাফল্য কামনা করছি।
বাংলাদেশ জার্নাল/এমএম/ কেএস