ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

ইচ্ছাপূরণ

  রাজীব কুমার দাশ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪  
আপডেট :
 ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:০৬

ইচ্ছাপূরণ
ফাইল ছবি

ত্রেতা যুগে বালিপুত্র অঙ্গদ ভগবান রামের হাতে পিতৃহত্যার প্রতিশোধ নিতে মনে মনে সংকল্প করলেন। এক সময় ভগবান রামের কাছাকাছিও চলে গেলেন। কিন্তু বিধিবাম! ভগবান রাম স্বয়ং তাঁকে হত্যা মিশনের গোপন পরিকল্পনা প্রকাশ করে বললেন, "অঙ্গদ, পিতৃহত্যার প্রতিশোধ নেয়া একজন সন্তানের কাছে পবিত্র তীর্থসম। তোমার দুঃখ, চিন্তা ও গোপন পরিকল্পনার ভাগীদার মনে কথা দিচ্ছি, "আমি তোমার সে অভিলষিত গোপন অদম্য ইচ্ছাপূরণ করব।"

কাছাকাছি থেকে ততদিনে অঙ্গদ বুঝতে বাকি নেই যে, পিতার হত্যাকারী শত্রুমনে যাঁকে হত্যার গোপন মিশন সফল করতে কাছে এসেছেন; সে আসলে ভগবান স্বয়ং রাম। অঙ্গদ কান্নাকাটি করতে থাকেন। ভগবানের প্রতিজ্ঞা মিথ্যে হতে পারেন না।

প্রভুর শ্রী চরণে কান্নাকাটি করতে করতে ভেসে গেল ত্রেতা যুগের ভেলা। এলো যুগান্তরের ভেলা চেপে দ্বাপর। ব্যাধ জরার বিষাক্ত তীরে ভগবান শ্রীকৃষ্ণ প্রাণ ত্যাগ করার আগে ত্রেতা যুগে কথা দেয়া সে প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দেন। মৃত্যুর পূর্বে ব্যাধ জরার বৈকুণ্ঠ যাত্রারও ব্যবস্হা করে দেন।

ঘোর কলি যুগে এসেও ঈশ্বরের শান্তি নেই।

মানবকুলের এত এত প্রতিজ্ঞা ইচ্ছেপূরণ

নিজেই সামলে চলেছেন। দয়া কিংবা জীব প্রেম নিয়ে প্রাণী হৃদয়ে উনি বসবাস করে চলেছেন। ত্রেতা যুগে রামের করা প্রতিজ্ঞা

শূন্যস্হান দ্বাপরে এসে শ্রীকৃষ্ণ সযতনে পূরণ করে গেলেন।

ঈশ্বরের দেখানো পথে মানুষের করা প্রতিদিনের শপথ প্রতিজ্ঞা শূন্যস্হান ইচ্ছাপূরণ মানুষ কী কোনোদিনও করতে পেরেছিলেন ?

লেখক: প্রাবন্ধিক, কথা সাহিত্যিক ও কবি। মেইল: [email protected]

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত