বালুকা সৈকতে
এস এম মাসুদ রানা (রবি)
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৭
আশে পাশে খাঁ খাঁ প্রেম, ভাঙনের অন্ধকাররাশি,
তার মাঝে চলে জীবন পথিকের মত উদাসী।
যে চিঠি দিয়েছিলাম তোমায়,
তাহার ভাবনা করেছে ক্ষয়।
মোমবাতির মত গলেছি আমি শিখা,
ছড়িয়ে দিয়েছি পথে প্রান্তরে বেদনা বিভীষিকা।
হাটেবাজারে, ঘরে বাইরে আর গোরস্থানে,
এই প্রেম কভু কারে বাঁচতে দেয় না প্রাণে।
শেষ দেখা হয়েছিল দুজনার বিচ্ছেদে,
পড়ন্ত সূর্য বেলার বালুকা সৈকতে।
তবু এখনও তুমি মায়াবীর বেশে,
মস্তিষ্কের গোপন কক্ষে কেন আছ বসে?বাংলাদেশ জার্নাল/এমপি