ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

দুঃখের মহাবিস্ফোরণ

  রাজীব কুমার দাশ

প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ১১:৪১

দুঃখের মহাবিস্ফোরণ
রাজীব কুমার দাশ। ফাইল ছবি

ঐ যে দেখছো পৃথিবী বিন্দু

যার তিনভাগ জল একভাগ স্থল

যেখানে থাকে;

অজানা অচেনা কিছু হৃদয় অপশব্দ অপভাবনা আশীবিষ গল্পসমগ্র।

আরো থাকে

অগণন দুঃখ কষ্টে সাজিয়ে রাখা কিছু স্মৃতি নৈবেদ্য

হৃদয় ছোঁতে না পারা ওজোন স্তর।

মহাকাশীয় একক গবেষণ মনে দেখছি মানুষের

হৃদয়কাশীয় একক স্টেশনে

আয়নোস্ফিয়ার রেডিও ট্রান্সমিশন মোড;

অভিকর্ষ বল হৃদয়ে যেভাবে ঘোরে পৃথিবী

লোলুপদৃষ্টি বল হৃদয়ে যেভাবে ঘোরে মানুষের

হৃদয় মন পৃথিবীর মতন।

তবুও মানুষের এত এত দুঃখ কষ্ট কেন জানো?

সুখের বাড়াবাড়ি কাড়াকাড়ি মনে মানুষের হৃদয়েও

মাঝে মাঝে ঘটে দুঃখের মহাবিস্ফোরণ;

হৃদয়ে তৈরি হয় নতুন করে পৃথিবী গঠন পঠন।

লেখক: রাজীব কুমার দাশ। প্রাবন্ধিক ও কবি পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত