ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৩, ০৮:২৭
ঢাকায় মার্কিন দূতাবাস লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দক্ষ লোকবল খুঁজছে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: টেলিকমিউনিকেশনস টেকনিশিয়ান (টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েট)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: টেলিফোন/ডেটা কমিউনিকেশনস/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে। টেলিকমিউনিকেশন সিস্টেমে অবশ্যই চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে টেলিফোন ও ডেটা সিস্টেমে প্ল্যানিং ও নেটওয়ার্ক ডিজাইনে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। ভাষা দক্ষতার পরীক্ষা নেয়া হতে পারে। প্রার্থীদের মেডিকেল ও সিকিউরিটি সার্টিফিকেশনে উত্তীর্ণ হতে হবে।
চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮২ হাজার টাকা। এ ছাড়া মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেয়া হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা অনলাইনে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের এই লিংক থেকে শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জেনে Apply To This Vacancy বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ জার্নাল/জিকে