মিনিস্টার হাই-টেক পার্কে চাকরি
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ১৪:৪৪
মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ডিস্ট্রিক ম্যানেজার।
পদের সংখ্যা : ১৫টি।
আবেদন যোগ্যতা : মার্কেটিং বিষয়ে বিবিএ ও এমবিএ পাস করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর কমপক্ষে ৫-৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিজনেস ডেভেলপমেন্ট, করপোরেট মার্কেটিং, কাস্টমার সার্ভিস, ডিলার সেলস ডিস্ট্রিবিউটর সেলস, এফএমসিজি সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা ৩০-৩৯ বছরের মধ্যে হতে হবে। পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে টিএ/ মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, সেলারি রিভিউ, উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
বাংলাদেশ জার্নাল/এমএস