‘লিগাল স্টোরিজ অব লাইফ’ বই নিয়ে আলোচনা সভা রোববার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৮, ১৯:৫৩
ব্যারিস্টার ওমর এইচ খানের লেখা বই ‘লিগাল স্টোরিজ অব লাইফ’ নিয়ে শিল্প, সংস্কৃতিক ঐতিহ্য ও আইন বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে এগারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লেকচার থিয়েটারে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চারুকলা অনুষদের ডিন প্রফেসর নিসার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আখতারুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. মো. রহমত উল্লাহ। এছাড়া সেখানে আরো উপস্থিত থাকবেন সুশীল সমাজের প্রতিনিধিগণ, বিভিন্ন বিশ্ববিদ্যারয়ের অধ্যাপকবৃন্দ, চিত্রশিল্পীসহ বিভিন্ন স্তরের অতিথি উপস্থিত থাকবেন।
চলতি বছরের ২৭ জুন ‘লিগাল স্টোরিজ অব লাইফ’ বইটির মোড়ক উন্মোচিত হয়। বইটিতে বিভিন্ন স্তরের মানুষের জীবনের নানাবিধ বাস্তব সমস্যাগুলির আইনি সমাধান রয়েছে, যেগুলোকে লেখক গল্প হিসেবে অভিহিত করেছেন।
জীবনের বাস্তব কাহিনীগুলোর উপর রচিত হওয়ায় এবং উত্তরগুলো সাবলীল ও স্পষ্টভাবে লিখিত হওয়ায় বইটি খুব আকর্ষনীয় পাঠ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। এই বইটি শিক্ষার্থী, শিক্ষাবিদ, তরুণ আইনজীবীসহ সকলের নিকট একটি উপকারী গ্রন্থ হিসেবে বিবেচিত হবে।
বাণিজ্যিক, ফৌজদারি, কর্মসংস্থান, পারিবারিক, সম্পত্তি ও বিবিধ এই ছয় অধ্যায়ের সমন্বয়ে বইটি প্রকাশ করা হয়েছে। বইটির মুখবন্ধ লিখেছেন ড. আনিসুজ্জামান।