পরিবারসহ সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫০
![পরিবারসহ সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা](/assets/news_photos/2025/02/09/image-284160-1739102094bdjournal.jpg)
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের উপরে শুনানি নিয়ে রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। আদালত সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের স্ত্রী শিরিন আখতার বানু ও ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিতের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেছে।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুদকের পক্ষে সহকারী পরিচালক আব্দুল মালেক এ আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুদক।
তদন্ত সংস্থাটি জানায়, রাজ্জাকের পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন। সেজন্য অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন।
গত বছর ১৪ অক্টোবর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।
বাংলাদেশ জার্নাল/এমপি