এবার আইফোনে আসছে পর্ন অ্যাপ!
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৬
![এবার আইফোনে আসছে পর্ন অ্যাপ!](/assets/news_photos/2025/02/07/image-284031-1738907943bdjournal.jpg)
পর্নোগ্রাফি এক বিষাক্ত ভাইরাস। তবে প্রযুক্তির স্রোতে নানা বয়সী নারী-পুরুষের হাতে এ ভাইরাসটি পৌঁছে গেছে। এবার আইফোনে পর্নোগ্রাফি অ্যাপের অনুমতি দিল মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এদিকে অ্যাপ স্টোরের নিয়ম অনুসারে আইফোনে এ ধরনের কনটেন্ট এখনও স্পষ্টভাবে নিষিদ্ধ। তবে নতুন ইউরোপীয় ইউনিয়নের নীতিমালার কারণে নিজেদের আইফোনে পর্নোগ্রাফি অ্যাপের অনুমতি দিতে অ্যাপল বাধ্য হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
ইইউ’র নতুন আইন ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্ট’ বা ডিএমএ অনুসারে, অ্যাপল ডিভাইসে নন-অ্যাপল সফটওয়্যার বা পরিষেবা, যেমন বিভিন্ন ইন্টারনেট ব্রাউজারগুলো ব্যবহার করা ভোক্তাদের জন্য যথেষ্ট সহজ হয়েছে কি না সেটি দেখবে কমিশন। এর আওতায় ব্যবহারকারীদের বিকল্প অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ করে দেয় অ্যাপল, যেখানে তাদের নিজস্ব নিয়ম নেই।
অ্যাপ স্টোরে থাকা এসব অ্যাপ নিয়ে অবশ্যই পরীক্ষা করবে অ্যাপল। যাতে নিশ্চিত করা যায় যে, এগুলো স্ক্যাম নয় এবং এটি আইফোনের নিরাপত্তা ও কার্যকারিতা দুর্বল করবে না। এ ছাড়া অ্যাপ স্টোরে কী ধরনের কনটেন্ট পাওয়া যাবে তা সীমিত করবে না অ্যাপল।
এর ফলে নতুন পর্নোগ্রাফি অ্যাপ ‘হট টাব’ বিকল্প বাজার ‘অল্টস্টোর প্যাল’-এ যেন থাকে সে জন্য আবেদন করতে পেরেছে। নিজেদেরকে প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট ব্রাউজার হিসেবে বিক্রি করে অ্যাপটি, যা মানুষদেরকে যৌন কনটেন্ট খুঁজে পেতে ও দেখতে দেয় বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
তবে অ্যাপল স্পষ্ট করে বলেছে, অ্যাপটিকে সমর্থন বা অনুমোদন করে না তারা এবং আইফোন নির্মাতা কোম্পানিটি দাবি করেছে, ইউরোপের ব্যবহারকারীদের জন্য ঝুঁকি বয়ে আনবে অ্যাপটি।
অ্যাপল বিবৃতিতে আরও বলেছে, এ ধরনের হার্ডকোর পর্ন অ্যাপ ইইউ ব্যবহারকারীদের, বিশেষ করে শিশুদের জন্য যে নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। অ্যাপটি ও এর মতো অন্যান্য অ্যাপ আমাদের ইকোসিস্টেমের ওপর ভোক্তাদের আস্থা ও বিশ্বাসকে নষ্ট করবে, যে ইকোসিস্টেমকে বিশ্বের সেরা হিসেবে তৈরির জন্য আমরা কাজ করে আসছি এক দশকেরও বেশি সময় ধরে।
বাংলাদেশ জার্নাল/আরএইচ