জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হলেন ড. মোহাম্মদ ইকরামুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৪ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৮
আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক।
সোমবার (৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহেরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩ (২) (ছ) এবং বিধি ৩(৩) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হককে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে পাঁচ বছর মেয়াদের জন্য মনোনীত করেছেন। ইহা অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশ জার্নাল/এফএম