ঢাকা, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

পুরস্কার যেভাবে হয়ে যায় উত্তরসূরি তিরস্কার

  রাজীব কুমার দাশ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:২৫

পুরস্কার যেভাবে হয়ে যায় উত্তরসূরি তিরস্কার
রাজীব কুমার দাশ

একজন লেখক যখন নানান পুরস্কার পেয়ে, কিংবা কারোর কিছু স্তুতি বাক্যে নিজেকে মনে মনে ভেবে নেন - এই বলে যে, "আমি লেখক হয়ে গেছিই। আমার লেখালেখির তেমন এমন করে কী ই বা এমন দরকার?"

এই মহান দাম্ভিক গোঁয়ার প্রশ্নবোধক চিন্তা প্রশ্ন- মনে প্রাণে যখন একজন লেখককে পেয়ে বসে; তখন তিনি তাঁর চিন্তার রাজ্যে বলে বেড়ান, "আমি দেশসেরা, আমি বুদ্ধিজীবী। জাতির সব্যসাচী পুত্র পুত্রী। মূর্খ জাতির দিশারী কাণ্ডারী। আমি বাদে অন্যরা সবাই মূর্খ।"

যেভাবে যে করে হোক না কেন; এই সেই এটা ওটা সেটা পুরস্কার জিতে নিতে চাই। একজন লেখককে মূল্যায়ন করতে হলে প্রথমে দেখতে হবে,তাঁর দর্শন চিন্তার পটভূমি হয়ে উপসংহার। তাঁর চিন্তা চেতনায় মানবকুল কতোটা উপকৃত হয়েছেন? ধর্ম দেশ নিজ নিজ গোষ্ঠী চিন্তার একক মনের বাইরে এসে বিশ্ব সম্প্রদায়ের বুভুক্ষু নিরন্ন নিপীড়িত মানুষের বেঁচে থাকার প্রেরণা দিয়ে কতোটা কাজ করেছেন? লেখককে শুধু লিখে যেতে হবে। তাঁকে পুরস্কৃত করা আবার কেড়ে নেবার ধৃষ্টতা শাসক কিংবা বুর্জোয়া সামন্ত শ্রেণী প্রভুদের কারোরই থাকার কথা নয়। একজন লেখক চিন্তার জগতে থাকবেন,সচ্চিদানন্দ। প্রেমে থাকবেন, প্রেমানন্দ। তাঁকে পুরস্কৃত করবেন,- নিরন্ন গোষ্ঠী কিংবা সম্প্রদায় হয়ে একজন জবুথবু ঘামের কামার কুমোর কৃষক জেলে তাঁতী কুলি মজদুর সেবক। যাঁরা একজন করে সমাজের খাঁটি যোদ্ধা সেবক। যাঁরা চুরি বাটপারি ধান্ধাবাজি মিথ্যা প্রতারণা না করে সাতসকালে কাজের সন্ধানে বেড়িয়ে পড়েন।

যুগে যুগে সামন্ত প্রভুদের স্বার্থে কত কত এনাম পুরস্কার চালু হয়েছে। সময়ের সাথে তাল মেলাতে না পেরে সে পুরস্কার কিংবা প্রভু কালের করাল গ্রাসে হারিয়ে যাবার গল্পে নাই হয়ে গেছে সকলকিছু।

আক্ষরিক অর্থে - এক একজন লেখক

হবেন দার্শনিক ও নিষ্কাম যোগী। তাঁর কাছে পুরস্কারের মোহ থাকা অবিসংবাদিত

মোহ লোভী মন ও হাস্যকর ব্যাপার ও বটে।

দার্শনিক ডায়োজিনিস ঘরে থাকতেন না। ক্ষ্যাপাটে পাগল ছিলেন। রাস্তাঘাটে নোংরা কাপড়ে ঘুরে বেড়াতেন,অধিকার মনে চেয়েচিন্তে খেতেন।

তাঁর শিষ্য আলেকজান্ডারকে একবার ভৎর্সনা করে বলেছিলেন," লেখক হবেন ঈশ্বরের বন্ধু। তাঁকে কিছু দেবার দুঃসাহস তোমার কী করে হয় ? "

লেখকদের বেছে নিতে হবে, নিত্য সময়ের হালখাতায় আপনি নিষ্কাম যোগী ডায়োজিনিস হয়ে বেঁচে থাকবেন? না, স্তাবক কুশীলব হয়ে উত্তরসূরি পাঠকের হাসি ঠাট্টার ভাঁড় হয়ে,এধারে ওধারে করে পাঠক মনে লাথি কিলঘুষি হজম করে উত্তরসূরি তিরস্কৃত মনে বেঁচে থাকবেন?।

লেখক: প্রাবন্ধিক, কথাসাহিত্যিক ও কবি মেইল:[email protected]

  • সর্বশেষ
  • পঠিত