ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

আনোয়ার খান মডার্ণ কার্ডিয়াকের কার্যক্রম শুরু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:৫৩

আনোয়ার খান মডার্ণ কার্ডিয়াকের কার্যক্রম শুরু
আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান প্রফেসর সৈয়দ আলী আহসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: প্রতিবেদক

আনোয়ার খান মডার্ণ কার্ডিয়াক সেন্টারের ক্যাথল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে আনোয়ার খান মডার্ণ কার্ডিয়াক সেন্টারের আনুষ্ঠানিক সেবা প্রদান শুরু হলো।

বুধবার কার্ডিয়াক সেন্টারের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর সৈয়দ আলী আহসানের নেতৃত্বাধীন টিম সাফল্যের সাথে প্রথম এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন।

এ উপলক্ষে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান প্রফেসর সৈয়দ আলী আহসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মডার্ণ হাসপাতালে অত্যাধুনিক এ কার্ডিয়াক সেন্টার অবস্থিত।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত