সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৬:৩৫
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জোড়া খুনের মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের ২৫ হাজার করে জরিমানা করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা তৃতীয় আদালতের বিচারক মাহবুবুর রহমান এ রায় ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (অতিরিক্ত পিপি) হামিদুল ইসলাম দুলাল।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার চক পাঙ্গাসী গ্রামের আক্তার প্রামাণিকের ছেলে হাসানুর হাসু, একই গ্রামের হাজী আফাজ উদ্দিনের ছেলে কাওছার আলী, দেল মাহমুদের ছেলে মোয়াজ্জেম হোসেন রিন্টু ও মৃত লাজেমুদ্দিন প্রামাণিকের ছেলে জাহিদুল ইসলাম আলিম।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- একই গ্রামের আশরাফ (৫০), মোতালেব (৪০), রেজাউল (৩২), দুলাল (৩৫), মনিরুল (৩০), সাদ্দাম (২৮), বেল্লাল (৫০) ও আওয়াল (৩০)।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (অতিরিক্ত পিপি) হামিদুল ইসলাম দুলাল জানান, উল্লাপাড়ায় জোড়া খুনের মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যদণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের ২৫ হাজার করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অনাদায়ে তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেয়া হয়।
বাংলাদেশ জার্নাল/এমপি