ইন্টারনেট ছাড়াই যেভাবে ডাউনলোড হবে ইউটিউব ভিডিও
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:০৩
বর্তমান সময় ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলে না, পড়াশোনা ও কাজের পাশাপাশি বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ইন্টারনেট। এদিকে প্রতিনিয়ত ইউটিউবের জনপ্রিয়তাও বাড়ছে। আর এই ইউটিউবের জন্য তো ইন্টারনেট সংযোগ থাকাতেই হয়। তবে সবসময় ইন্টারনেট সংযোগ সচল রাখার সুযোগ হয় না। তাই, ইন্টারনেট ছাড়া ইউটিউব ভিডিও দেখার উপায় জেনে নিন।
অনেকেই ইউটিউবে ভিডিও দেখার পর ভিডিওটা ডাউনলোড বা সেভ করে রাখতে চান। খুব সহজে ইউটিউব ভিডিও ফোনের গ্যালারিতে ডাউনলোড করে রাখা যায়। পরে ডেটা ছাড়াই যখন ইচ্ছে দেখা যাবে সেই ভিডিও। এই পদ্ধতিতে ডাউনলোড করলে কোনও থার্ড পার্টি অ্যাপের সাহায্যও নিতে হবে না।
ইউটিউব ভিডিও দেখার পর সেই ভিডিও ফোনে সেভ করতে গিয়ে একটি সমস্যায় অনেকেই পড়েন। ইউটিউব থেকে কোনও কিছু সেভ করলে তা ফোনের গ্যালারিতে আসে না। ভিডিওটিকে ডাউনলোড করা যায় বটে, তবে ইউটিউব লাইব্রেরিতেই থেকে যায়।
ইউটিউবে অনেক সময়ই ভিডিও দেখতে দেখতে মনে হয় এই ভিডিওটি ফোনে রেখে দিলে বেশ ভালো হত। পরে দেখা যেত। কোনও প্রিয় গান ডাউনলোড করে রাখতে মন চায়। কিন্তু সমস্যা ওই এক। কিছুতেই সেই ভিডিও ফোনের গ্যালারিতে আসে না। ইন্টারনেট ছাড়া পরবর্তীকালে সেই ভিডিও দেখা যায় না।
অন্যদিকে ইউটিউব ভিডিও ফোনের গ্যালারিতে সেভ করতে https://en.savefrom.net অ্যাপ্লিকেশনের প্রয়োজন। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে মাত্র কয়েকটি ধাপেই ডাউনলোড হয়ে যাবে ভিডিও।
প্রথমে আপনার ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনটি খুলুন। এবার যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান সেই ভিডিওর লিঙ্কটি কপি করুন।
এবার এই বিশেষ অ্যাপ্লিকেশন https://en.savefrom.net এ যেতে হবে। এখানে আপনি একটি বক্স পাবেন যার উপর লেখা থাকবে Paste Your Video Link Here, তার উপর ভিডিওর লিঙ্ক পেস্ট করুন।
এখন আপনি ভিডিওর ফরম্যাট পাবেন। যে ফরম্যাটে আপনি ভিডিও সেভ করতে চান, তা বেছে নিন। এখন আপনাকে ডাউনলোড বোতামে ক্লিক করতে হবে। ব্যাস তাহলেই ভিডিও আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।
বাংলাদেশ জার্নাল/আরএইচ