ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

বিডব্লিউএইচসি এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৫

বিডব্লিউএইচসি এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

নারীর প্রজনন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ উইমেন্স হেলথ কোয়ালিশন (বিডব্লিউএইচসি) এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিডব্লিউএইচসি কার্যালয়ে এ সভা হয়।

বিডব্লিউএইচসি সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদনে বলা হয়, গত ১১ মাসে বিডব্লিউএইচসি এর ৯টি সেন্টারের মাধ্যমে প্রায় ৭০ হাজার নারী, কিশোর-কিশোরী ও শিশুদের প্রজনন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ১৯৮০ সালে প্রখ্যাত উন্নয়নকর্মী সান্ড্রা কবীর কর্তৃক প্রতিষ্ঠিত বিডব্লিউএইচসি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী নারী, কিশোর-কিশোরী ও শিশুদের প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি সাধারণ স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে।

বিডব্লিউএইচসি-এর চেয়ারপারস্থ জাহানারা সাদেকের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটিসহ ১৩ জন সাধারণ সদস্য উপস্থিত থেকে সাধারণ সভার আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় বিডব্লিউএইচসি-এর কোষাধ্যক্ষ কামরুন নাহার ২০২৩ সালের নিরীক্ষা প্রতিবেদন এবং ২০২৫ সালের বাজেট উপস্থাপন করেন। সভায় উপস্থিত সদস্যরা বিস্তারিত আলোচনায় সর্বসম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন ২০২৪, নিরীক্ষা প্রতিবেদন ২০২৩ এবং ২০২৫ সালের বাজেট অনুমোদন করেন। পাশাপাশি, বিডব্লিউএইচসি-এর বিভিন্ন কর্মসূচীর প্রচারণার জন্য একটি 'মিডিয়া সাব-কমিটি' গঠনের অনুমোদন করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডব্লিউএইচসি-এর ভাইস চেয়ারপারসন কাজী আলী রেজা, প্রজনন স্বাস্থ্যসেবায় প্রখ্যাত চিকিৎসক ডা. হালিদা হানুম আখতার, বাংলাদেশ নারী সংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা নাসিমুন আরা হক মিনু, মুনিমা সুলতানা, বিশেষ সংবাদদাতা, দি ফাইনান্সিয়াল এক্সপ্রেস, শাহনাজ সিদ্দিকী, সিনিয়র সাব এডিটর, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), এ্যাড. ডঃ কাজী জাহেদ ইকবাল, হাইকোর্ট ডিভিশন, এ্যাড. খলিলুর রহমান, ডা. রায়হানা বেগম, মালেকা বেগম, হাসিনা চাকলাদার, ডা. সানজিদা ইসলাম প্রমূখ।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত