ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ২১:৫৫
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৫ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১২০ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ৮৮৮ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৮ হাজার ৯৯ জন। মারা গেছেন ৫৫৮ জন।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
বাংলাদেশ জার্নাল/এমপি