ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

প্রাথমিকে তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ কার্যক্রম আপাতত স্থগিত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৭:০৬

প্রাথমিকে তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ কার্যক্রম আপাতত স্থগিত
ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র প্রদানসহ এ-সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করে দেয়ার আদেশ আপাতত বহাল থাকছে। একইসঙ্গে এ-সংক্রান্ত রুল ২৫ জানুয়ারির মধ্যে হাইকোর্টে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পক্ষে করা আবেদনের (লিভ টু আপিল) শুনানি নিয়ে সোমবার (৯ ডিসেম্বর)আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও মো. রুহুল কুদ্দুস শুনানি করেন।

রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী কামরুজ্জামান ভূঁইয়া।

শুনানি শেষে আদালত লিভ টু আপিল নিষ্পত্তি করে এ আদেশ দেন।

পরে আইনজীবী কামরুজ্জামান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। আগামী ২৫ জানুয়ারির মধ্যে এ-সংক্রান্ত রুল হাইকোর্টে নিষ্পত্তি করতে আপিল বিভাগ নির্দেশ দিয়েছেন। এর ফলে নিয়োগ কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ আপাতত বহাল থাকছে।

এর আগে ১৯ নভেম্বর হাইকোর্ট রুলসহ ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি এবং নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র প্রদানসহ এ-সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত