ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

নতুন মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১৫:০৮

নতুন মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে রাজধানীতে করা নতুন মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) তাকে কারাগার থেকে আদালতে তোলা হয়। পরে আসামি পক্ষের আইনজীবী সরোজ কুমার হাওলাদার তাকে রাজধানীর ধানমন্ডি এলাকার কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান।

এর আগে, গত ২০ আগস্ট রাতে রাজধানীর বনশ্রী থেকে আহমদ হোসেনকে আটক করে ডিবি পুলিশ। এরপরের দিন পল্টনের মুদি দোকানদার নবীন তালুকদার হত্যার অভিযোগে করা মামলায় তাকে চারদিনের রিমান্ডে পাঠায় আদালত। পরে আরও কয়েকটি মামলায় কয়েক দফা রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন আহমদ হোসেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় কিশোর আব্দুল মোতালিব (১৪)। এদিন বিকেলের দিকে আসামিদের ছোঁড়া গুলি তার বুকে ও গলায় লাগে। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরে ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত