ঢাকা, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

রিমান্ডে অসুস্থ: শাজাহান খানকে ঢামেকে ভর্তি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৩  
আপডেট :
 ০৫ নভেম্বর ২০২৪, ০৮:৪২

রিমান্ডে অসুস্থ: শাজাহান খানকে ঢামেকে ভর্তি
ছবি: সংগৃহীত

রিমান্ডে অসুস্থ হওয়ায় সাবেক মন্ত্রী শাজাহান খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ বোধ করলে বিকেলে তাকে হাসপাতালে নেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিত্সকের বরাত দিয়ে বলেন, শাজাহান খানকে সিসিইউতে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের চিকিত্সক তৌকির আহামেদ বলেন, শাজাহান খানের ইসিজি করা হয়েছে। তার উচ্চ রক্তচাপ বেশি। এমনিতেই তার ডায়াবেটিস ও হার্টের সমস্যা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি কার্যালয়ে শাজাহান খান অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানে সিসিইউতে চিকিত্সাধীন আছেন। ২ নভেম্বর রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছিল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে। এর মধ্যে গত ৫ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। তাকে ছাত্র–জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গুলিতে কিশোর আবদুল মোতালিব নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত