ঢাকা, সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

স্বাস্থ্য অধিদপ্তরে মুখোমুখি ড্যাব-এনডিএফ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১৫:১৫

স্বাস্থ্য অধিদপ্তরে মুখোমুখি ড্যাব-এনডিএফ
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিপ্তরের বিএনপি সমর্থক চিকিৎসক সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জামায়াতে ইসলামী সমর্থক চিকিৎসক সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর মুখোমুখি সংঘর্ষে তিনজন চিকিৎসক আহত হয়েছেন।

আহত চিকিৎসকরা হলেন—ডা. ইমরান, শাহরিয়ার ও যোবায়ের।

সোমবার (২১ অক্টোবর) সকাল থেকেই অধিদফতরের সামনে অবস্থান নেয় ড্যাবপন্থী চিকিৎসকরা। দুপুরের দিকে অধিদপ্তরে নতুন পরিচালকের যোগদান করতে যেতে চাইলে তাদের বাঁধা প্রদানের পাশাপাশি অবস্থানরত চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরে সদ্য নিয়োগ পাওয়া পরিচালক (প্রশাসন) ডা. আবু হানিফ, লাইন ডাইরেক্টরসহ সদ্য নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য প্রশাসকদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তাদের নিয়োগ বাতিলের দাবিতে সকাল থেকেই গেটের সামনে মিছিল-সমাবেশ করে ড্যাবের চিকিৎসকরা।

অপরদিকে বৈষম্যবিরোধী চিকিৎসক আন্দোলনের ব্যানারে অধিদপ্তরের ভেতরে অবস্থান নিয়ে স্বাস্থ্যখাত সচল রাখতে বর্তমান নিয়োগপ্রাপ্তদের কাজের পথ সুগম করার দাবি জানায় এনডিএফসহ অন্যান্য সাধারণ চিকিৎসকরা।

এসময় দুপক্ষ পরস্পর বিরোধী স্লোগান দিতে থাকে। একপর্যায়ে চিকিৎসকদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়, এমনকি তা এক পর্যায়ে হাতাহাতি পর্যায়ে পৌঁছায়। এসময় ড্যাবের সমাবেশ থেকে একদল রড ও লাঠিসোঁটা নিয়ে অন্য চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে তিনজন আহত হন।

বৈষম্যবিরোধী চিকিৎসক আন্দোলনের ব্যানারে আসা চিকিৎসকদের দাবি, ড্যাবের সঙ্গে থাকা বহিরাগত সন্ত্রাসীরা রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালিয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তার পাঁজরের হাড় ভেঙে গেছে।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত