ঢাকা, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১১৮৬ 

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ২২:৩৯

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১১৮৬ 
প্রতীকী ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২২৬ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৮৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৫০ জন।

বুধবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এদের মধ্যে দু’জন ঢাকায় এবং একজন বরিশালে মারা গেছেন। আর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩০৯ জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৭, চট্টগ্রাম বিভাগে ১৩৬, বরিশাল বিভাগে ৯৫, খুলনা বিভাগে ১০৪, রাজশাহী বিভাগে ৬৯, ময়মনসিংহ বিভাগে ৪১, রংপুর বিভাগে ১৮ ও সিলেট বিভাগের হাসপাতালে ডেঙ্গু নিয়ে চারজন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর মারা যাওয়াদের মধ্যে নারী ৫১ দশমিক ৮ শতাংশ; পুরুষ ৪৮ দশমিক ২ শতাংশ। ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১১৮ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি এলাকায়। এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যাচ্ছেন ২১ থেকে ২৫ বছর বয়সীরা। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৬৩ দশমিক ৮ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ২ শতাংশ নারী। গত বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। গত বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী মারা যান সেপ্টেম্বরে– ৩৯৬ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গুর এখন আর মৌসুম নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

প্রসঙ্গত, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত