ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬৬০

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১৮:২২

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬৬০
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬০ জন রোগী। ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হলো ২১৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬০ জন রোগী। এনিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৪২ হাজার ৪৭০ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। শনিবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য এটি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩৮ হাজার ৬৪৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার। বাকি একজন ময়মনসিংহ বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩২৮ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৯৭ জন। এছাড়া বরিশাল বিভাগে ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১১, ঢাকা উত্তর সিটিতে ২০৭, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ ও খুলনা বিভাগে ৭১ জন রয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত